শিশুর সুরক্ষা নিশ্চিত হয়নি
‘এই বাসায় আমি কাজ করি সাত মাস ধইরা। এই বাসার মামায় (গৃহকর্তা) রাত কইরা মদ খাইয়ে বাসায় ফেরে। মাইজে-মদ্যেই রাতে আই গুমের মধ্যে আইসা আমারে ধরে। আমি এ বাসায় আর কাজ করবার চাই না। কিন্তু মায় কইছে, এই কথা যেন কাউরে না কই। আমি বাড়িত ফিরি গেলি মায় কইছে মারব।’ কথাগুলো বলছিল মুক্তি (ছদ্মনাম)। বয়স ১২ বছর। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে মুক্তি তৃতীয়। গত সপ্তাহে কথা হয় তার সঙ্গে। মুক্তি জানায়, অভাবের কারণে পরিবার তাকে পড়লেখা করাতে পারেনি। ঢাকার ফার্মগেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতে এসে...
Posted Under : Health News
Viewed#: 38
আরও দেখুন.

